প্রকাশিত: Wed, Jun 21, 2023 9:12 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM
বাইডেনকে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি
মোদির সঙ্গে ভারতের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আলোচনার অনুরোধ
মাজহারুল মিচেল: বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার (২০ জুন) এ তথ্য জানায়।
রয়টার্স জানান, ঐ ৭৫ মার্কিন কংগ্রেসম্যানের মধ্যে সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস উভয় কক্ষের সদস্যই একসঙ্গে এই চিঠি লিখেন। চিঠিতে স্বাক্ষর করা সব নেতাই ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির।
ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার ভারত থেকে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা শুরু করেন। এই সফরে তিনি তিন দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকসহ দেশটির ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।
চিঠিতে কংগ্রেসম্যানরা উল্লেখ করেন, তারা ভারতের গণতন্ত্র ও মানবাধিকার বিশেষ করে ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, ইন্টারনেটের সহজলভ্যতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের হুমকি-ধমকি দেয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সূত্র: আরব নিউজ
এ দিকে প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দি হিন্দুস্থান টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, তারা রাষ্ট্রপতিকে ভারতে রাজনৈতিক স্থান সঙ্কুচিত করা, সুশীল সমাজের সংগঠন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার নির্দিষ্ট বিষয়গুলি উত্থাপন করতে বলেছে।
মার্কিন সিনেটর সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য প্রমীলা জয়পাল তাদের চিঠিতে লিখেন, আমরা কোনো নির্দিষ্ট ভারতীয় নেতা বা রাজনৈতিক দলকে সমর্থন করি না, এটি ভারতের জনগণের সিদ্ধান্ত। তবে আমরা মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূলনীতিভিত্তিক কিছু বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।
চিঠিতে বলা হয়েছে, শ্রদ্ধার সঙ্গে আমরা আপনাকে (জো বাইডেন) অনুরোধ করছি, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের সময় আপনি সেসব বিষয় নিয়ে আলোচনা করুন। যাতে দুই দেশের মধ্যে সফল, শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা যায়।
উল্লেখ্য, গত মার্চে প্রকাশিত মানবাধিকার পরিস্থিতির ওপর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে ভারতে ‘উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা’ এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে